ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে শিক্ষার্থী সাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, মে ২৩, ২০২৫
হালিশহরে শিক্ষার্থী সাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ...

চট্টগ্রাম: হালিশহরে শিক্ষার্থী মো. সাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় হালিশহর থানা ঘেরাও করে তারা বিক্ষোভ করেন।

সাব্বিরের জানাজা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা থানার সামনে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। পরে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে বুধবার (২১ মে) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির। তিনি হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার বাসিন্দা মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র সন্তান সাব্বির।

হামলার শিকার হওয়ার পর মৃত্যুর আগে লাইফ সাপোর্টে যাওয়ার আগে এক সাংবাদিককে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাব্বির হামলাকারীদের নাম-পরিচয় জানিয়েছিলেন। তিনি বলেন, ‘বড়ভাই’ না মানায় কিশোর গ্যাং নেতা আবিদের নেতৃত্বে ৩০-৪০ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। আতাউল নামের একজন তার পেটে ছুরিকাঘাত করে। আরও দুই হামলাকারী হিসেবে তিনি বিজয় ও রাফসানের নাম উল্লেখ করেন।

সাব্বিরের মামা মো. শফিকুল জানান, ১৬ মে নামাজ শেষে চা খাওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে হালিশহরের নতুন বাজার বিশ্বরোড এলাকায় সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়।

হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এলাকার কয়েকটি কিশোর গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।