ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, অক্টোবর ৩, ২০২৫
আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ইনজুরির কারণে পুনর্বাসনে থাকা লিটন কুমার দাসকে রাখা হয়নি। একই সঙ্গে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। সম্প্রতি টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ রাতেই পাঁচ ক্রিকেটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে রওয়ানা হবেন। বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। অনুমোদন পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতির মধ্যে আছেন সৌম্য সরকারও।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।