আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। জয় পেলে বাংলাদেশ শুধু সিরিজই জয় পাবে না, একই সঙ্গে এশিয়া কাপের ব্যর্থতার ক্ষতও কিছুটা পুষিয়ে যাবে।
এর আগে এশিয়া কাপে গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচেও আফগানদের চাপে ফেলতে সক্ষম হয় টাইগাররা। শেষ পর্যন্ত জয় নিয়েই সিরিজে এগিয়ে থাকে।
তবে আফগান কোচ জনাথন ট্রট মনে করেন, দলীয় ব্যর্থতার বড় কারণ ছিল বাজে ফিল্ডিং। ম্যাচ শেষে তিনি সরাসরি বলেছেন, ‘খুবই বাজে ফিল্ডিং হয়েছে। ক্যাচ ড্রপ, মনোভাব- সবকিছুতেই ঘাটতি ছিল। যদি ভালো ক্রিকেট খেলতে চাই, তাহলে ফিল্ডিংয়ে আরও মনোযোগী হতে হবে। ’
অন্যদিকে, বাংলাদেশ শিবির এখন আত্মবিশ্বাসে ভরপুর। রশিদ খানদের হারিয়ে সিরিজ জয় শুধু দলের মনোবল বাড়াবে না, দর্শক-সমর্থকদের কাছেও নতুন আশার আলো জ্বালাবে। বিশেষ করে এশিয়া কাপে হতাশাজনক বিদায়ের পর এই সিরিজ জয় অনেকটা স্বস্তির বার্তা হয়ে আসতে পারে।
তবে আফগানিস্তানও হাল ছাড়তে রাজি নয়। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে তারা মাত্র একটি ম্যাচ জিতেছিল। তাই এই সিরিজে অন্তত একটি জয় পেয়ে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি মানসিক দৃঢ়তাও আফগানদের মূল অস্ত্র হয়ে উঠতে পারে।
সুতরাং, সিরিজের দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠতে পারে অঘোষিত ফাইনাল। একদিকে বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ, অন্যদিকে আফগানিস্তানের জন্য টিকে থাকার লড়াই।
এফবি/আরইউ