ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৪৮

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, অক্টোবর ৩, ২০২৫
আফগানদের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৪৮

শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আফগান ব্যাটসম্যানরা শুরুটা দুর্দান্ত করেছিল।

তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৭ রান, ৫ উইকেটের বিনিময়ে।

ইনিংসের শুরুতে সেদিকুল্লাহ অটল (২৩) ও ইব্রাহিম জাদরান (৩৮) দলকে ভালো সূচনা এনে দেন। জাদরান ধীর-স্থিরভাবে খেলছিলেন। তবে তিনি ৩৭ বলে ৩৮ রান করে আউট হন। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২২ বলে ৩০ রান করেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন আজমাতউল্লাহ ওমরজাই। তবে শরিফুল ইসলামের কাছে উইকেট বিলিয়ে দিতে হয় গুরবাজকে।

মাঝের ওভারে দ্রুত দুই ব্যাটার ফেরেন। ওয়াফিউল্লাহ তারাখিল (১) ও দারউইশ রাসুলি (১৪) আউট হলে চাপে পড়ে আফগানিস্তান। শেষদিকে মোহাম্মদ নবী ওমরজাইকে সাথে নিয়ে ইনিংস বড় করার পথে হাঁটেন। নবী ১২ বলে ২০ রানে ও ওমরজাই ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট তুলে নেন। লেগ-স্পিনার রিশাদ হোসেনও শিকার করেন ২ উইকেট, যদিও খরচ হয়েছে ৪৫ রান। অন্যদিকে শরিফুল ইসলাম ছিলেন সবচেয়ে কৃপণ, তার ৪ ওভারে খরচ মাত্র ১৩ রান।


এফবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ