ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আইএল টি-টোয়েন্টিতে খেলছেন না মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, অক্টোবর ৩, ২০২৫
আইএল টি-টোয়েন্টিতে খেলছেন না মোস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-২০ তে দেখা যাবে না বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এই টুর্নামেন্টে অংশ নিতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিক নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাননি।

এর ফলে দুবাই ক্যাপিটালস ইতোমধ্যেই মোস্তাফিজের বিকল্প হিসেবে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে দলে ভিড়িয়েছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা পরের মৌসুমের জন্য দল ঘোষণা করে। সেখানে মোস্তাফিজের নাম ছিল না। অথচ কয়েক মাস আগেই তারা জানায়, ইংলিশ পেসার লুক উডের জায়গায় মোস্তাফিজকে স্কোয়াডে নেওয়া হবে।

অন্যদিকে, একই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে আরও দুজন খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন। সাকিব আল হাসান খেলবেন এমআই এমিরেটসের হয়ে, তাসকিন আহমেদকে ৮০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।