বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান নির্বাচনে ভোট দিতে এসেছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও তিনি মনে করেন, কাঠামোগত উন্নয়ন ছাড়া বাস্তব অগ্রগতি সম্ভব নয়।
ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেদ বলেন, ‘যারা ভোট পরিচালনা করছেন, তাদের দ্বারা দেশের ক্রিকেটের উন্নয়ন হবে এমন আশাবাদ অবশ্যই আছে। কিন্তু এখনো আমরা আলো দেখতে পাইনি। আমি পাঁচ বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছি, কিন্তু স্ট্রাকচারটা ঠিকভাবে গড়ে উঠতে দেখিনি। যেটা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। ’
তিনি আরও বলেন, ‘আমি নিয়মিত মিডিয়ায় আসি, জনগণের কাছে জবাব দিই, এটাও গুরুত্বপূর্ণ। কারণ যদি জবাবদিহিতা থাকে, তাহলে উন্নয়ন অবশ্যই সম্ভব। বড় কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হলো কাঠামোগত দিকটা। অর্থনৈতিক দিক থেকে বা মানের দিক থেকে যদি ভিত্তি ভালোভাবে গড়ে না ওঠে, তাহলে আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারব না। উপরের স্তরেও তখন স্থিতিশীলতা আসবে না। ’
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন এই সাবেক ক্রিকেটার। জাভেদ বলেন, ‘ক্রিকেট বোর্ড যদি আমার অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগাতে চায়, আমি সবসময় প্রস্তুত। মাঠের অভিজ্ঞতা হোক বা নীতিনির্ধারণী পর্যায়ে, যেভাবেই হোক দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চাই। ’
বেলিমের মতে, নির্বাচনের পর নতুন কমিটি যদি কাঠামোগত সংস্কার ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে পারে, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।
এফবি/এমএইচএম