ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

আবার এমবাপ্পের গোল, রিয়ালের পাঁচে পাঁচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, সেপ্টেম্বর ২১, ২০২৫
আবার এমবাপ্পের গোল, রিয়ালের পাঁচে পাঁচ কিলিয়ান এমবাপ্পে/সংগৃহীত ছবি

লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে টানা পঞ্চম জয় তুলে নিল এসপানিওলের বিপক্ষে। শনিবার রাতে কঠিন লড়াই শেষে ২-০ গোলের জয়ে অপরাজিত অভিযাত্রা অব্যাহত রাখে কার্লো আনচেলত্তির দল।

এসপানিওল শুরু থেকেই রক্ষণভাগে জমাট রক্ষণ গড়ে তুলে রিয়ালের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। তবে ২২তম মিনিটে এদার মিলিতাওর দুর্দান্ত একক নৈপুণ্যে ভাঙে তাদের প্রতিরক্ষা। প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে রিয়ালের দ্বিতীয় গোল। প্রতিপক্ষের ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে ভিনিসিউস জুনিয়রের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করেন ৪৮তম মিনিটে। বক্সের প্রান্তে একেবারে ফাঁকা অবস্থায় বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে পান ফরাসি তারকা। এটি এমবাপ্পের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে সপ্তম গোল।

শেষদিকে দর্শকদের বাড়তি আনন্দ দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতিতে থাকা এই তরুণ খেলোয়াড় মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামেন বদলি হিসেবে, ৮৯তম মিনিটে।

অন্যদিকে, এই হারে থেমে গেল এসপানিওলের টানা ভালো শুরু। এর আগে তারা টানা তিন জয় ও একটি ড্রয়ে অপরাজিত ছিল।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।