ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ইসরায়েলি ক্লাবের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দুই ব্রিটিশ এমপির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, সেপ্টেম্বর ১৯, ২০২৫
ইসরায়েলি ক্লাবের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দুই ব্রিটিশ এমপির সংগৃহীত ছবি

গাজায় চলমান আগ্রাসনের প্রেক্ষাপটে ইসরায়েলি ক্লাব ও জাতীয় দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। সর্বশেষ, ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলাকে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য জেরেমি করবিন  ও আইয়ুব খান।

আগামী ৬ নভেম্বর, ইউরোপা লিগের গ্রুপ পর্বে বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করবিনের ‘পিস অ্যান্ড জাস্টিস প্রজেক্ট’ সংগঠনের উদ্যোগে এবং খানসহ অন্যান্যদের স্বাক্ষরিত এক পিটিশনে ক্লাবটিকে ম্যাচ বাতিল করার অনুরোধ জানানো হয়েছে। না হলে অন্তত ‘জননিরাপত্তা ও সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নিতে’ বলা হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, ‘এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি বিষয়। ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষ হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে। তাই ইসরায়েলি ক্লাবকে মাঠে স্বাভাবিক ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায় না। ’

বার্মিংহামের কাউন্সিলর ওয়াসিম জাফারও ঘোষণা দিয়েছেন, ম্যাচটি অনুষ্ঠিত হলে তিনি বয়কট করবেন। দীর্ঘদিনের ভক্ত ও মৌসুমি টিকিটধারী হওয়া সত্ত্বেও তিনি বলেন, ‘আমাদের বিবেকের জায়গা থেকে এই সিদ্ধান্ত। ফিলিস্তিনে হাজারো শিশু ও বেসামরিক মানুষ হত্যার ঘটনায় জড়িত একটি রাষ্ট্রের ক্লাবকে সমর্থন করতে পারি না। ’

তিনি আরও লেখেন, ‘ফুটবল একটি বৈশ্বিক খেলা, আর এর প্রতিষ্ঠানগুলোর নৈতিক দায়িত্ব রয়েছে এমন পরিস্থিতিতে অবস্থান নেওয়ার। ’

মাকাবি তেল আবিব কেবল ইংল্যান্ড নয়; ডেনমার্ক, গ্রিস, ক্রোয়েশিয়া, জার্মানি, ইতালি ও ফ্রান্সের ক্লাবগুলোর বিপক্ষেও খেলবে। বিশেষ করে গ্রিস ও ফ্রান্সে ফিলিস্তিনপন্থী আন্দোলন জোরালো হওয়ায় সেখানেও বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বছর নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে ম্যাচে মাকাবি সমর্থকরা ফিলিস্তিনি পতাকা নামাতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

অ্যাস্টন এলাকার মুসলিম অধ্যুষিত সম্প্রদায় থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাই করবিন ও খান অন্তত ম্যাচটি নিরপেক্ষ দেশে সরিয়ে নেওয়া বা দর্শকশূন্যভাবে আয়োজন করার দাবি তুলেছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।