ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সি গায়ে চাপাচ্ছেন জিদানের ছেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, সেপ্টেম্বর ২০, ২০২৫
ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সি গায়ে চাপাচ্ছেন জিদানের ছেলে লুকা জিদান/সংগৃহীত ছবি

ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান অবশেষে ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার জার্সি গায়ে চাপাচ্ছেন।  

শুক্রবার এক বিবৃতিতে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন জানায়, ফিফা আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে আলজেরিয়ার জাতীয় দলে খেলার অনুমতি দিয়েছে।

আলজেরিয়ান ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্যমতে, ফিফার ‘চেঞ্জ অব অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে’ শুক্রবার লুকা জিদানের জাতীয়তা পরিবর্তনের অনুমোদন দেখানো হয়। ফ্রান্সের যুব দলে খেলার অভিজ্ঞতা থাকলেও সিনিয়র দলে ডাক পাননি লুকা। ফলে তার পিতামহ-দাদির জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার সুযোগ বজায় ছিল।

বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে গ্রানাদার হয়ে খেলছেন লুকা। ২০০৪ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে ধাপে ধাপে উঠে আসেন রিজার্ভ দলে এবং ২০১৭-১৮ মৌসুমের শেষ লিগ ম্যাচে মূল দলের হয়ে অভিষেক হয় তার। ওই মৌসুমে রিয়ালের তৃতীয় গোলরক্ষক ছিলেন তিনি, যখন দল জেতে ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

আলজেরিয়া ইতোমধ্যেই ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সে জায়গা করে নিয়েছে, যা শুরু হবে ২১ ডিসেম্বর মরক্কোয়। একই সঙ্গে তারা বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ-জি’তে শীর্ষে আছে ১৯ পয়েন্ট নিয়ে। আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে জয় বা উগান্ডার সঙ্গে ড্র পেলেই নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

যদিও জিনেদিন জিদানের জন্ম মার্শেইয়ে, তবে তার পরিবার মূলত আলজেরিয়ার বেজাইয়া অঞ্চলের ছোট্ট এক গ্রাম থেকে আসা। বাবার শিকড়ের টানে লুকার এই সিদ্ধান্ত আলজেরিয়ান সমর্থকদের নতুন করে উচ্ছ্বসিত করেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।