ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

কাতারে ইনফান্তিনোর ‘বিশ্বকাপ হস্তান্তর’ বিতর্ক, কানাডা-মেক্সিকোর ক্ষোভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মে ১৮, ২০২৫
কাতারে ইনফান্তিনোর ‘বিশ্বকাপ হস্তান্তর’ বিতর্ক, কানাডা-মেক্সিকোর ক্ষোভ সংগৃহীত ছবি

প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে অনুষ্ঠিত হলো ফিফার ৭৫তম কংগ্রেস, যেখানে বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। নিরপেক্ষভাবে শুরু হওয়া এই কংগ্রেস দ্রুতই নাটকীয় মোড় নেয়।

শুরুতেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নির্ধারিত ফিজিক্যাল মিটিংয়ে না এসে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং পরে দেরিতে পৌঁছানোর কারণে কংগ্রেস তিন ঘণ্টা পিছিয়ে যায়।

ইনফান্তিনোর এই আচরণে ইউরোপীয় ফেডারেশন ইউইএফএ ক্ষুব্ধ হয়ে কংগ্রেস থেকে বেরিয়ে যায়। ইনফান্তিনোর বিরুদ্ধে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে সময়সূচি পরিবর্তনের অভিযোগ আনে ইউরোপীয় প্রতিনিধিরা।

ক্লাব বিশ্বকাপে টিকিট বিক্রি নিয়ে বিপাকে ফিফা

এ বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের নতুন ক্লাব বিশ্বকাপে দর্শকদের আগ্রহ আশানুরূপ নয়। ফলে টিকিটের দাম দ্বিতীয়বারের মতো কমিয়েছে ফিফা। অনেক ম্যাচের টিকিট ৩০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের ম্যাচের মতো কিছু হাই-প্রোফাইল গেমের টিকিট এখনো তুলনামূলক বেশি দামে রয়েছে।

বিক্রির ভরাডুবি ঠেকাতে কিছু ম্যাচের জন্য স্থানীয় ফায়ারফাইটারদের মধ্যে ৩০ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করেছে ফিফা।

২০৩৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-নিউজিল্যান্ড যৌথ আয়োজন?

২০৩০ ও ২০৩৪ সালের আয়োজক নির্ধারিত হয়ে যাওয়ায় ২০৩৮ সালের জন্য এখনই পরিকল্পনা করছে কিছু দেশ। ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ২০৩৮ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। ছোট স্টেডিয়াম এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকার পরও তারা গ্রুপ পর্বের কিছু ম্যাচ আয়োজনের আশা করছে।

এই পরিকল্পনায় হাওয়াইয়ের নতুন স্টেডিয়াম কিংবা ফিজির সম্ভাব্য অবকাঠামোগত উন্নয়নও বিবেচনায় আছে।

কানাডা-মেক্সিকোর ক্ষোভ

২০২৬ সালের বিশ্বকাপ তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—আয়োজিত হবে। কিন্তু সম্প্রতি কাতারে ট্রাম্প এবং কাতারি আমিরের সঙ্গে ইনফান্তিনোর ছবি ও আচরণে কানাডা ও মেক্সিকোর কর্মকর্তারা অসন্তুষ্ট হয়েছেন। ইনফান্তিনো কাতারে বিশ্বকাপ বল ট্রাম্পকে উপহার দেওয়ার সময় যেন ২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক হস্তান্তর ঘটে, এমন দৃশ্য তৈরি হয়, অথচ বাকি দুই আয়োজক দেশের কেউ উপস্থিত ছিলেন না।

৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাব?

কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে এককালীনভাবে দলসংখ্যা ৬৪ করার প্রস্তাব দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং কনকাকাফ সভাপতি এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।