অ্যাস্টন ভিলার ঘরের মাঠ ভিলা পার্কে মৌসুমের শেষ ম্যাচ খেলে মাঠ ছাড়লেন চোখে জল নিয়ে। দর্শকদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানানো সেই মুহূর্ত দেখে অনেকেই ধরে নিচ্ছেন — হয়তো এটিই ছিল এমিলিয়ানো "দিবু" মার্তিনেজের ভিলায় শেষ ম্যাচ।
টটেনহ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের টিকিট প্রায় নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা, তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্তিনেজ।
নতুন গন্তব্য কোথায়?
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, দিবুর টেবিলে আছে তিনটি প্রস্তাব— একটি সৌদি আরব থেকে, বাকি দুটি ইউরোপের শীর্ষ ক্লাব থেকে। যদিও অর্থের অঙ্ক বা ক্লাবের নাম এখনো প্রকাশ হয়নি, তবে ধারণা করা হচ্ছে, দিবু শুধুমাত্র খেলাধুলার মান ও প্রতিযোগিতার দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। ফলে সৌদি আরব নয়, ইউরোপেই তার ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাই বেশি।
৩২ বছর বয়সী এই তারকা গোলকিপার এরই মধ্যে জিতেছেন দুটি ইয়াসিন ট্রফি ও “দ্য বেস্ট” পুরস্কার (২০২২ সালে)। সামনে রয়েছে ২০২৬ বিশ্বকাপ — তাই খেলাধুলার মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
চুক্তি নবায়নের পরও বিদায়ের সম্ভাবনা
দিবু মার্টিনেজ গত বছরই অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন। তবুও, ইংলিশ ক্লাবটি নাকি এখন তার জন্য প্রস্তাব শুনতে প্রস্তুত।
সম্ভাব্য বদলি: এস্পানিওলের হুয়ান গার্সিয়া
ইংল্যান্ডের 'দ্য টেলিগ্রাফ' ও 'মেইল স্পোর্ট' জানিয়েছে, ভিলা দিবুর বদলি হিসেবে ভাবছে এস্পানিওলের গোলকিপার হুয়ান গার্সিয়াকে, যার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো। তবে যদি তিনি স্পেন জাতীয় দলে ডাক পান, তাহলে এই ক্লজ বেড়ে হবে ৩০ মিলিয়ন ইউরো।
গার্সিয়ার প্রতি আগ্রহ দেখিয়েছে আর্সেনাল, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোও।
এমএইচএম