আন্তর্জাতিক ফুটবলে দুই চ্যাম্পিয়নের লড়াই ফের দেখা যেতে পারে ২০২৬ সালের মার্চে। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি আসুনসিওনে অনুষ্ঠিত ফিফার ৭৫তম কংগ্রেসের ফাঁকে এই ম্যাচের আয়োজন নিয়ে বৈঠকে বসেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ), কনমেবল এবং উয়েফার প্রতিনিধিরা। আর্জেন্টিনার পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ক্লদিও তাপিয়া, আর স্পেনের পক্ষে ছিলেন আরএফইএফ প্রধান রাফায়েল লাউজান।
যদিও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি, তবে নির্দিষ্টভাবে জানানো হয়েছে যে, ম্যাচটি দক্ষিণ আমেরিকায় হবে না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সময় নিয়েও রয়েছে জটিলতা
২০২৫ সালের জুন ও সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, অন্যদিকে স্পেন অংশ নেবে ন্যাশনস লিগ ফাইনাল ফোর এবং বিশ্বকাপ বাছাইয়ে। ফলে ঘন ঘন ম্যাচের মধ্যে ফাইনালিসিমা আয়োজন সম্ভব নয়।
এই পরিস্থিতিতে সবচেয়ে যুক্তিসঙ্গত সময় হিসেবে ভাবা হচ্ছে ২০২৬ সালের মার্চ মাস। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোচদের সঙ্গে আলোচনা করে। লিওনেল স্কালোনি ও লুইস দে লা ফুয়েন্তে ম্যাচটির সময় ও গুরুত্ব বিবেচনায় নিয়ে মতামত দেবেন। বিশ্বকাপের আগে প্রস্তুতির ক্যালেন্ডারে এই ম্যাচের অবস্থান গুরুত্বপূর্ণ হবে।
আর্জেন্টিনা ২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল। এবার স্পেনের বিপক্ষে সম্ভাব্য ম্যাচে দেখা যেতে পারে আরেকটি হাইভোল্টেজ আন্তর্জাতিক দ্বৈরথ।
এমএইচএম