ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজ থেকে বিদেশি মদ আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, নভেম্বর ২৮, ২০২২
জাহাজ থেকে বিদেশি মদ আটক আটক করা মদ।

চট্টগ্রাম: গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় মিয়ানমার থেকে আসা ভুট্টাবাহী জাহাজ থেকে বিদেশি হুইস্কি আটক করেছে।  

সোমবার (২৮ নভেম্বর) MV MCL6 নামের জাহাজে রামেজিং করে ৬১ বোতল (৪২ দশমিক ৬৫ লিটার) হুইস্কি আটক করা হয়।

 

ওই হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের অতিরিক্ত অর্থাৎ ঘোষণা বহির্ভূত। এ জাহাজের সংশ্লিষ্ট  শিপিং এজেন্ট আগ্রাবাদের মাল্টিপোর্ট শিপিং লিমিটেড।

জাহাজটি রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশে আসে।  

আটক করা হুইস্কি  কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দার একজন কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।