ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় ভবনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, অক্টোবর ১৫, ২০২৫
বাকলিয়ায় ভবনে আগুন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের বাকলিয়া এক্সেস রোডের একটি ভবনে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের চারটি গাড়ি।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ শাহ রোডের মুখের একটি ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে আগুন ‍দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে  পড়ে ইহয়াউস্ সুন্নাহ মাদরাসা ভবনে। এ সময় ওই ভবনে মাদরাসাছাত্ররা ছিল। দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ভবনে আগুনের খবর পেয়ে চন্দনপুরা ও লামারবাজার স্টেশন থেকে প্রথমে দুইটি, পরে আরও দুইটি গাড়ি পাঠানো হয়েছে।  

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে জানানো হবে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।