ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ছাত্রদল মনোনীত প্যানেলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, অক্টোবর ১৫, ২০২৫
চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ছাত্রদল মনোনীত প্যানেলের ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল মনোনীত প্যানেল।  

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রদল প্যানেলের সংবাদ সম্মেলনে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন এই দাবি করা হয়।

সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটের বিভিন্ন কেন্দ্র ঘুরে এসে তারা একাধিক অভিযোগ প্রকাশ করেন।

ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে সাতটি অভিযোগ করা হয়।

অভিযোগুলো হল, ১০০ গজের মধ্যে বিভিন্ন প্রার্থী ভোট চাইছেন এবং ভোটারদের হাতে স্লিপ বিতরণ করছেন। ভোটের কালি সহজেই মুছে যাচ্ছে। অনেক ব্যালটে ভোটগ্রহণ কর্মকর্তার স্বাক্ষর নেই। দুপুর ১২টার দিকে প্রায় ৪০-৪৫ মিনিট এলইডি স্ক্রিন বন্ধ ছিল, শুধু একটি নয় একাধিক কেন্দ্রে। এক নারী সদস্য ভোটারদের বিরক্ত করেছেন এবং স্লিপ বিতরণ করেছেন। নতুন কলা অনুষদের সামনে লাঠি ও ইট নিয়ে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।  একনম্বর গেট দিয়ে বহিরাগতদের প্রবেশের অভিযোগ রয়েছে।

ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাস সত্ত্বেও এলইডি স্ক্রিন ও ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের ব্যবস্থা ঠিকভাবে কাজ করেনি। এমনকি কমিশন আগের দিন প্রজেকশন মিটিংয়ে মাইক ব্যবহার করে নিয়ম ভঙ্গ করেছে বলেও দাবি করা হয়।

চাকসুর জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেন, আমাদের আইডি কার্ড ও ছবি দেখেও কিছু ভোট গ্রহণকারী স্বাক্ষরহীন ব্যালট দিয়েছেন। ফরহাদ হলে ৪৩১ ও ৪৩২ নম্বর বুথে এক নারী সদস্যের স্লিপ বিতরণের প্রমাণ আছে। নতুন কলা অনুষদে আমাদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলার চেষ্টা হয়। এই নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ হয়নি। একাধিক শিক্ষকের পক্ষপাতমূলক আচরণ ও সংগঠনভিত্তিক প্রচারণা চলেছে ক্যাম্পাসে। আমার হাতের কালি পর্যন্ত মুছে গেছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।