চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে একত্রে শুরু হয়েছে কার্যক্রম।
গণনার সুবিধার্থে মেশিনে গণনা করা হচ্ছে ভোট। এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বাংলানিউজকে জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।
এদিকে, ভোটগণনা শেষ করে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা হবে।
এর আগে সকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান ভোট গণনা সম্পূর্ণ শেষ করে ফলাফল প্রকাশ করতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন।
এমআর/পিডি/টিসি