ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, সেপ্টেম্বর ২৪, ২০২০
ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ উদ্ধার প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানা এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে নুরুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম কক্সবাজারের টেকনাফ থানা এলাকার জনৈক কালা মিয়ার ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, মরদেহটির চোখের ভেতর জখম ছিলো।

তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তার পরিবার থানায় এলে এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।