ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজান থানার ওসি কেপায়েতকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, আগস্ট ৮, ২০২০
রাউজান থানার ওসি কেপায়েতকে বদলি ওসি কেপায়েত উল্লাহ

চট্টগ্রাম:  রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে তাকে বদলির আদেশ দেওয়া হয়।


শনিবার (৮ আগস্ট) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।  


পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে বলেন, পুলিশ সদর দফতর থেকে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহকে বদলি করা হয়েছে।

১২ আগস্ট তিনি দায়িত্ব বুঝিয়ে দেবেন।


২০১৯ সালে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম পান রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।