ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার নেতৃত্বে মানুষের দিন বদল হয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
শেখ হাসিনার নেতৃত্বে মানুষের দিন বদল হয়েছে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৯৬ সালের ২৩ জুন দল ক্ষমতায় এসেছে। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগের জন্ম যেন বাংলাদেশের হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক দূর এগিয়েছে। মানুষের দিন বদল হয়েছে, দেশ বদলে গেছে। কবির সেই কুঁড়েঘর এখন আর বাস্তবে পাওয়া যায় না।

তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু মানুষের চোখের ভাষা ও মুখের ভাষা মুখ দেখলে বুঝতে পারতেন। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের চোখ দেখলে বুঝতে পারেন মানুষ কী চায়।

অনেক মানুষের ভিড়ে অনেক কর্মী দাঁড়িয়ে আছেন, একজন কর্মী ভিড় ঠেলে সামনে আসতে পারেন না তিনি তাকেও খেয়াল রাখতে পারতেন। যখন তিনি বিরোধীদলীয় নেত্রী, তখন তিনি দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক কাজে যেতেন, তখন দেখা যেতো একজন ভিক্ষুক হাত বা‌ড়ি‌য়ে দাঁড়িয়ে আছেন, তখন তিনি তাকে সন্তষ্ট করে তারপর গন্তব্যে যেতেন।

ড. হাছান মাহমুদ ব‌লেন, আমরা নেত্রীর কাছ থেকে শেখার চেষ্টা করি। অনেকে আমাকেও ঘিরে রাখেন, ঢুকতে পারেন না। আমিও চেষ্টা করি সে ঘেরার ভেতর যারা ঢুকতে পারে না তাদের কথা শোনার। আমি জানি এদের খুব বেশি চাওয়া পাওয়া নেই, এরা কথা বলতে পারলেই খুশি। খুব সামান্য তাদের চাওয়া। আওয়ামী লীগ নেতা আবু তাহের তেমনি একজন নেতা ছিলেন। যিনি মানুষের সঙ্গে থাকতেন সবসময়। মানুষের কাজে ছুটে যেতেন সবসময়। তার কর্মে আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা ব‌লেন।

শিলক ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর নবী সওদাগর।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ মাস্টারের সঞ্চালনায় আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুন নূর সিকদার, সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আসলাম খান, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মান্নান চৌধুরী, প্রয়াত আবু তাহেরের ছেলে মো. শাকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।