চট্টগ্রাম: নগরীর পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ড কমিশনার কার্যালয়ের পার্শ্ববর্তী একটি পুকুরে ডুবে ইয়ার মোহাম্মদ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সাহেদুর রহমান বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসম্যহীন ছিলেন। সন্ধ্যায় ওযু করতে গিয়ে পুকুরে পড়ে যায়।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪