চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, পিআর এর ধোঁয়া তুলে একটি গোষ্ঠী আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। সবাইকে বুঝাতে হবে- কেউ যাতে তাদের ফাঁদে পা না দেয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৫-৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির গণজোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তাতে কিছুই হবে না। দেশের মানুষ বিএনপি ছাড়া আর কিছু বুঝে না, এটা ভোটে প্রমাণ হবে।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মাস্টার সফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন।
ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক একরাম এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, আবদুল হোসেন আবু, আহম্মদ সাফা, বেলাল সওদাগর, মো. এনাম, আবদুল মোনাফ, হানজালা, ইলিয়াস চৌধুরী, মাস্টার বসর, আবদুল হালিম সিকদার, মো. ইউসুফ, জাহাঙ্গীর, মোজাহারুল ইকবাল লাভলু, রকিব ভুয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সায়মন, বেলাল, জসিম, নাজিম, ইয়াকুব, শাকিল, সাকিব, গিয়াস ইমাম, এরশাদ, জুনায়েদ প্রমুখ।
এসি/টিসি