ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, অক্টোবর ৫, ২০২৫
কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ...

চট্টগ্রাম: কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত ফয়সাল আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে নগরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়সালের বাড়ি পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা এলাকায়।

ন্যাশনাল হাসপাতালে মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুখ বাংলানিউজকে জানান, টানেলে বাস দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হন।

৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন। ফয়সাল নামের একজনের মৃত্যু হয়।

এর আগে শনিবার দুপুরে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।