চট্টগ্রাম: কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত ফয়সাল আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে নগরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফয়সালের বাড়ি পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা এলাকায়।
ন্যাশনাল হাসপাতালে মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুখ বাংলানিউজকে জানান, টানেলে বাস দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হন।
এর আগে শনিবার দুপুরে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়।
এমআর/টিসি