চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের এফ ব্লকে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সোয়া পাঁচটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বাংলানিউজকে বলেন, বিকেলে সাড়ে ৫টার দিকে ভাঙারির দোকানে আগুনের সূত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের মোট চারটি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
এমআই/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।