ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১১ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, অক্টোবর ৪, ২০২৫
১১ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম: হাটহাজারীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও গুলি উদ্ধারসহ ১১ মামলার আসামি মো. জাহিদুল হাসান মুরাদ প্রকাশ নুর ইসলাম (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।  

শনিবার (৫ অক্টোবর) ভোরে হাটহাজারী থানার মজুরী পাড়া ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো.জাহিদুল হাসান মুরাদ, একই থানার বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হাটহাজারীর মজুরীপাড়া ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মো. জাহিদুল হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মুরাদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে থাকা অস্ত্র ও গুলি বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া জারুয়ার দিঘীর পাড় এলাকায় লুকানো আছে। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে ওই স্থানে যায় এবং একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি, ৯টি বন্দুকের কার্তুজ ও একটি সাদা রঙের ছোট ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় ৪টি মামলাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।