চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ওমর ফারুককে (২২) চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর সদস্যরা।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ফারুক সীতাকুণ্ড জেলেপাড়ার মাহবুল আলমের ছেলে।
এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার (নম্বর ২৩, ২১ আগস্ট ২০২৫) প্রধান আসামি ওমর ফারুক চাঁদপুর সদর থানা এলাকায় অবস্থান করছেন।
গ্রেপ্তার আসামির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এআর/এসআরএস/টিসি