ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ডক্টর সুনীতি ভুষণ কানুনগো আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, অক্টোবর ৪, ২০২৫
ডক্টর সুনীতি ভুষণ কানুনগো আর নেই ডক্টর সুনীতি ভুষণ কানুনগো। ছবি: সংগৃহীত

খ্যাতিমান ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক হিস্ট্রি অব চিটাগাংসহ বহু ইতিহাস গ্রন্থের রচয়িতা খ্যাতিমান ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ডক্টর সুনীতি ভুষণ কানুনগো আর নেই। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

 

শনিবার (০৪ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খ্যাতিমান প্রফেসর সুনীতি ভুষণ কানুনগোর মৃত্যুতে স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির শোক এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন ছাত্র সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দীপেন চৌধুরী, সাধারণ সম্পাদক মুস্তফা নঈম, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন।

 

বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম প্রফেসর ড. সুনীতি ভুষণ কানুনগো আজ বিকেল ৪টা ১৩ মিনিটে তিনি পরলোক গমন করেছেন। উনার অন্তোষ্টিক্রিয়া রোববার (০৫ অক্টোবর) কানুনগোপাড়ার গ্রামের নিজ বাড়িতে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় তার চাচাতো ভাই চট্টগ্রামের বিশিষ্ট গিটারিস্ট দোলন কানুনগো তত্ত্বাবধানে ছিলেন।  তার স্ত্রী অধ্যাপক লীণা কানুনগো দীর্ঘদিন আগে প্রয়াত হয়েছেন। তার এক মাত্র সন্তান আমেরিকা প্রবাসী।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।