চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক মুদির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী জামশেদ জানান, আগুনের সূত্রপাতের পরপরই নিমিষে দোকানগুলো পুড়ে যায়। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে আগুনে নিঃস্ব হয়ে যায় ৮টি পরিবারের স্বপ্ন।
কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এসি/টিসি