চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী বলেছেন, আগামীদিনে রাষ্ট্রীয়ভাবে সুযোগ পেলে শিক্ষার মানোন্নয়নে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা হবে। যে জাতি শিক্ষিত সেই জাতি উন্নত।
রোববার (১৮ মে) সীতাকুণ্ডের লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুল মাঠ প্রাঙ্গনে এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।
আসলাম চৌধুরী বলেন, যার যার অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে। স্কুলের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ফাওজিয়া আবিদা ও গীতা পাঠ করেন প্রত্যাশা দে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের শিক্ষার্থী ফাতেমা তুজ জহুরা প্রমুখ।
পিডি/টিসি