চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের উদ্যোগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জনের লক্ষ্যে ফ্রিল্যান্সিং বুটক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীকে অর্থ আয়ের কৌশল শেখানো হয়।
প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রেক্টর লে. কর্নেল (অব.) মইনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান আবেদ আহমেদ চৌধুরী। বক্তব্য দেন ক্লাব অ্যাডভাইজার পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণ, সিপি রোটারিয়ান প্রফেসর ফাতেমা জেবুন্নেছা, ক্লাব প্রেসিডেন্ট ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোটারিয়ান শাহীন আল রাজী, প্রেসিডেন্ট-ইলেক্ট পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, পিপি রোটারিয়ান এস এ এম জাকারিয়া, পিপি রোটারিয়ান রেজাউর রহমান, পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, পিপি রোটারিয়ান এস এম আজিজ, রোটারিয়ান নাসিমা আখতার ডেইজি। অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। পরে পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ১৮, ২০২৫
এসি/টিসি