ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

স্বর্ণার জোড়া রেকর্ডে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, অক্টোবর ১৩, ২০২৫
স্বর্ণার জোড়া রেকর্ডে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ছবি: সংগৃহীত

ফারজানা হক ও রুবাইয়া হায়দার ঝিলিকের ধীরগতির শুরুর পর খেলায় গতি আনেন শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি। শারমিন ফিফটির দেখা পেলেও জ্যোতি পারেননি।

শেষদিকে তাণ্ডব চালান স্বর্ণা আক্তার। দ্রুততম হাফসেঞ্চুরিতে বাংলাদেশকে এনে দেন বড় সংগ্রহ।  

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বিশাখাপাত্নামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২৩২ রান। দলের হয়ে ফিফটি হাঁকান শারমিন ও স্বর্ণা। ৬ চারে ৭৪ বলে শারমিন ফিফটি তুলেন। আর স্বর্ণার লাগে ৩৪ বল। তার ইনিংসে ছিল ৩ চার ও ৩ ছক্কা। বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। একইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো ইনিংসে ৩ ছক্কা মারার রেকর্ডও গড়েন এই ব্যাটার।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করেন ফারজানা ও ঝিলিক। সপ্তদশ ওভারে ঝিলিককে ২৫ রানে বিদায় করে এই জুটি ভাঙেন ট্রায়ন। বেশিক্ষণ টেকেননি ফারজানাও। ৭৬ বলে ৩০ রান করেন তিনি। তিনে নেমে থিতু হন শারমিন। তাকে সঙ্গ দেন জ্যোতি। ৯১ বলে দুজনে গড়েন ৭৭ রানের জুটি।  

এমলাবার স্লোয়ার ক্যাচ তুলে দিয়ে জ্যোতি ৩২ রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর ফিরে যান শারমিনও। ৭৭ বলে ৫০ রান করেন তিনি। শেষদিকে তাণ্ডব চালান স্বর্ণা। তাকে সঙ্গ দিতে এসে ৮ বলে ৯ রান করে সোবহানা মোস্তারি। ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রিতু মনি।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।