ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

জয়ে ফেরার মিশনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, অক্টোবর ১৩, ২০২৫
জয়ে ফেরার মিশনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

আইসিসি নারী বিশ্বকাপে আজ নতুন চ্যালেঞ্জের সামনে নিগার সুলতানা জ্যোতিদের বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা।

লক্ষ্য একটাই- জয়ে ফেরা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের ১৩তম আসরে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে স্বপ্নের শুরু করেছিল তারা। সেই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর অভিষেক ওয়ানডেতে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের দারুণ ৫৪ রানের ইনিংসে ১১৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় টাইগ্রেসরা।

তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের হাতছানি দিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটে হারতে হয় জ্যোতি বাহিনীকে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে আজ নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামছে দলটি।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'নিউজিল্যান্ড ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা ভুলগুলো শুধরে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুনভাবে শুরু করতে চাই। '

ওয়ানডে পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে টাইগ্রেসরা, বাকি ১৮ ম্যাচে হার। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।