নারী বিশ্বকাপে শুরুটা ভালো করলেও টানা দুই ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। জয়ে ফেরার মিশনে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুক্ষণ পরেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশাখাপাতনামে আজ অবশ্য টস ভাগ্য গিয়েছে বাংলাদেশের দিকেই। তবে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কারণ হিসেবে দেখিয়েছেন ব্যাটাররা বেশ কিছু সময় বিশ্রামে থেকে রান বাড়াতে পারবে। যেহেতু বোলাররা আসরে ভালো করছে, বেশি রান তাদের আরও সহায়তা করবে জয় তুলে নেওয়ার জন্য।
অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকার একাদশে এসেছে দুই পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন সুনে লুস। আর একাদশে ফিরেছেন আনেরি ডার্কসেন ও মাসাবাতা ক্লাস।
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি ও মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলবার্ত (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেরি ডার্কসেন, মারিজানে কাপ, সিনালো জাপতা, চোয়ি ট্রন, নাদাইন ডি ক্লার্ক, মাসাবাতা ক্লাস, তুমি সেখুখুনে ও ননকুলেকু মাবা।
আরইউ