ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্বের চাপ, ফর্মহীনতা আর চোট—শেষ হলো রোহিতের টেস্ট যাত্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মে ৭, ২০২৫
অধিনায়কত্বের চাপ, ফর্মহীনতা আর চোট—শেষ হলো রোহিতের টেস্ট যাত্রা রোহিত শর্মা/সংগৃহীত ছবি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, টেস্ট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ওয়ানডে ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।

রোহিত লেখেন, "সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বিশাল সম্মানের। এতদিন ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব। "

এই ঘোষণার মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন রোহিত শর্মা, যা ছিল প্রায় ১১ বছরের দীর্ঘ। তিনি খেলেছেন মোট ৬৭টি টেস্ট, যার মধ্যে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন ২৪টিতে।

এক নজরে রোহিতের টেস্ট ক্যারিয়ার:
মোট টেস্ট: ৬৭
মোট রান: ৪৩০১
গড়: প্রাথমিকভাবে ছিল ৪৫.৪৬, যা শেষ দিকে নেমে আসে ৪১-এর ঘরে
সেঞ্চুরি: ১২টি
ডাবল সেঞ্চুরি: ১টি (২১২ রান, রাঁচি, ২০১৯)
অধিনায়কত্বে রেকর্ড: ১২ জয়, ৯ হার

রোহিতের টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে। কিন্তু টসের আগে হঠাৎ চোট পেয়ে বাদ পড়েন। তার প্রকৃত অভিষেক হয় ২০১৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে তিনি শতরান দিয়েই শুরু করেন। পরের টেস্টেও (মুম্বাই) করেন আরেকটি সেঞ্চুরি।

তবে সেই উজ্জ্বল শুরু ধরে রাখতে পারেননি। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচ বছরের বেশি সময় ছিল ম্লান। ২০১৯ সালে প্রোটিয়াদের বিপক্ষে ওপেনার হিসেবে ফেরার পর যেন নতুন রোহিতকে দেখা যায়। রাঁচিতে ২১২ রানের ইনিংসটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের সেরা।

২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৬১ ও ওভালে ১২৭ রান করে আবারও প্রমাণ করেন নিজেকে। অধিনায়ক হিসেবে শেষ বড় সাফল্য ছিল ২০২৫ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ সিরিজ জয়।

ফর্ম ও নেতৃত্বে ধস

২০২৪-২৫ মৌসুমে রোহিতের পারফরম্যান্সে পড়ে যায় ধস। ১৫ ইনিংসে মাত্র একটি ফিফটি করতে পারেন, গড়ও কমে যায় ৪ পয়েন্ট। নেতৃত্বেও সাফল্য ম্লান হয়ে পড়ে—নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোম সিরিজ হার, যা ১২ বছরে ভারতের প্রথম ঘরের মাঠে সিরিজ হার।

অস্ট্রেলিয়ায় সর্বশেষ সিরিজেও পারফর্ম করতে পারেননি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলার পর আর দেখা যায়নি তাকে। সেই ম্যাচটিই হয়ে থাকে তার শেষ টেস্ট।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।