ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শিরোপা ধরে রাখতে ফের জিএসএলে খেলবে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, মে ৭, ২০২৫
শিরোপা ধরে রাখতে ফের জিএসএলে খেলবে রংপুর রাইডার্স ছবি: সংগৃহীত

গায়ানা গ্লোবাল সুপার লিগে (জিএসএল) আবারও অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স। আজ বিষয়টি নিশ্চিত করেছে জিএসএল কর্তৃপক্ষ।

আগামী ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত গায়ানার জর্জাটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসর।

২০২৪ সালের আসরে জিএসএল চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। এবারও তার হাতেই নেতৃত্ব থাকার কথা শোনা যাচ্ছে।

২০১৭ সালে বিপিএল জয়ের পর থেকে রংপুর রাইডার্স ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আসছে। এখন তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্যের ধারা বজায় রাখা।

জিএসএল চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, ‘২০২৪ সালের চ্যাম্পিয়নদের আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর টুর্নামেন্টে দারুণ উত্তেজনা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে এসেছিল এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী ছিল। ’

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।