ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচই না খেলা’—সাফ জানালেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, মে ৭, ২০২৫
‘ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচই না খেলা’—সাফ জানালেন গম্ভীর গৌতম গম্ভীর/সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তানের মধ্যে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্কই রাখা উচিত নয়— এমন কঠোর মন্তব্য করেছেন ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।  

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দিল্লিতে এক অনুষ্ঠানে গম্ভীর জানান, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও ভারতের পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়।

গম্ভীর বলেন, “আমার ব্যক্তিগত মত, একদম না। যতদিন না এ ধরনের সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে, ততদিন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো ক্রিকেট ম্যাচ, কোনো সম্পর্কই থাকা উচিত নয়। ”

সন্ত্রাসী হামলার প্রেক্ষাপট

গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এরপর ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়: সিন্ধু জলচুক্তি স্থগিত, সীমান্তবর্তী অ্যাটারি ক্রসিং বন্ধ, ও কূটনৈতিক সম্পর্ক নিম্নপর্যায়ে নামিয়ে আনার মতো পদক্ষেপ নেওয়া হয়। পাল্টা পদক্ষেপ নেই পাকিস্তানও। সর্বশেষ গতকাল রাতে পাকিস্তানের ভেতরে বিমান হামলা করে ভারত। জবাবে হামলা করে পাকিস্তানও। দুই দেশেই জান-মালের ক্ষতি হয়েছে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।

বহুপাক্ষিক টুর্নামেন্ট ছাড়া নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ

২০১৩ সালের জানুয়ারির পর ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তারা মুখোমুখি হয়েছে কেবল এশিয়া কাপ, আইসিসি টুর্নামেন্ট কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুজাতিক আসরে। সর্বশেষ তাদের দেখা হয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে, যা দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। সামনে নারী ও পুরুষদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গম্ভীরের জোরালো বার্তা: জওয়ানের জীবন বড়

গম্ভীর বলেন, “শেষ কথা হলো, খেলা হবে কি না, সেটা সরকারের সিদ্ধান্ত। আমি আগেও বলেছি, কোনো ক্রিকেট ম্যাচ, সিনেমা বা সাংস্কৃতিক বিনিময় ভারতীয় সেনা ও সাধারণ মানুষের জীবনের চেয়ে বড় নয়। খেলা হবে, সিনেমা হবে, গায়ক গান গাইবে, কিন্তু পরিবারের এক সদস্যকে হারানোর কষ্টের সঙ্গে এসবের তুলনা চলে না। ”

“এই সিদ্ধান্ত আমার অধিকারেও পড়ে না। এটা বিসিসিআই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সরকারের হাতে। তারা যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেওয়া উচিত। এই বিষয়টা নিয়ে রাজনীতি করা উচিত নয়। ”

কোহলি-রোহিত প্রসঙ্গে গম্ভীর: পারফর্ম করলে খেলে যেতে পারে ৪৫ পর্যন্ত

চলতি বছরের জুনে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের পাঁচ টেস্টের দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি থাকবেন কি না— এই বিষয়ে গম্ভীর বলেন, কোচের কাজ দলে কে থাকবে তা ঠিক করা নয়।

“দলের নির্বাচন নির্বাচকদের দায়িত্ব। কোচ শুধু ম্যাচের একাদশ বেছে নেয়। আমি নির্বাচক নই, আগের কোচরাও ছিলেন না। তাই দলে কাকে নেওয়া হবে, সেটা আমার কাজ নয়। ”

রোহিত-কোহলির ভবিষ্যৎ প্রসঙ্গে গম্ভীর বলেন, “তারা যদি পারফর্ম করে, তবে শুধু ৪০ না, চাইলে ৪৫ বছর বয়স পর্যন্তও খেলতে পারে। কে আটকাবে? এটা সম্পূর্ণ খেলোয়াড়ের নিজস্ব সিদ্ধান্ত, কবে শুরু করবেন আর কবে শেষ করবেন। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ