সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৮৭ রানের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল।
৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা গুটিয়ে যায় ২৫৭ রানেই।
সোহানের নেতৃত্বে বড় সংগ্রহ
সিরিজ নির্ধারণী এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট হাতে তার দুর্দান্ত সেঞ্চুরি আর মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশের ইনিংসকে নিয়ে যায় শক্ত অবস্থানে। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ২২৫ রানের বিশাল জুটি, যা গড়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
সোহান ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় খেলেন ১১২ রানের ঝলমলে ইনিংস। অঙ্কন তার ১০৮ বলের ইনিংসে করেন ১০৫ রান, মারেন ৭ চার ও ৫ ছক্কা। এছাড়া এনামুল হক বিজয়ের ৩৯ ও ওপেনার নাঈম শেখের ৪০ রানে ভর করে বাংলাদেশ ‘এ’ পায় ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ।
সৈকতের দাপটে কিউই ইনিংস বিপর্যস্ত
লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড ‘এ’। ওপেনার ডেল ফিলিপস ও কার্টিস হেফি গড়েছিলেন ৫২ রানের উদ্বোধনী জুটি। তবে ব্যক্তিগত ৫ রানে হেফিকে উইকেটরক্ষক সোহানের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ডেল ফিলিপস লড়াই চালিয়ে গেলেও তার ইনিংস থামে দলীয় ৯৯ রানে। ৫৪ বলে ৭৯ রানের ইনিংসটি তিনি সাজান ১৪টি চার ও ২টি ছক্কায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। সৈকত একাই তুলে নেন ৩টি উইকেট, ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনিই।
শেষ দিকে মিচ হেই (৩৮) ও ক্রিস্টিয়ান ক্লার্ক (৩৯*) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। পুরো দল গুটিয়ে যায় ২৫৭ রানে। বাংলাদেশের পক্ষে সৈকতের ৩ উইকেটের সঙ্গে শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী নেন ২টি করে উইকেট।
হোয়াইটওয়াশের সামনে নিউজিল্যান্ড ‘এ’
সিরিজে টানা দুই জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’। এখন লক্ষ্য, ১০ মে সিলেটেই সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
এমএইচএম