ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি বোর্ড সভা: বিপিএল আয়োজন ও আর্থিক চ্যালেঞ্জে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৯, সেপ্টেম্বর ২৩, ২০২৫
বিসিবি বোর্ড সভা: বিপিএল আয়োজন ও আর্থিক চ্যালেঞ্জে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ডের শেষ সভা সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় বিপিএল আয়োজন, বোর্ড নির্বাচন এবং আর্থিক সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সভা রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী তিন আসরের বিপিএলের আয়োজন আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির মাধ্যমে সম্পন্ন হবে। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, প্রথম কিক-অফ মিটিং ইতিমধ্যেই হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে।  

তিনি বলেন, আমরা আইএমজিকে দায়িত্ব দিয়েছি, তবে চুক্তি এখনো আলোচনার মধ্যে রয়েছে।

সভায় বিপিএলের খেলাপারীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট ১৮টি দল বা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সালিশ প্রক্রিয়া চলছে এবং মোট বকেয়া অর্থ প্রায় ৪০ কোটি টাকা। মিঠু জানান, যেসব দলের সঙ্গে সালিশ শুরু হয়েছে, তা চলমান রয়েছে।

এছাড়া বিসিবির আর্থিক সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। মিঠু বলেন, দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হিসেবে বোর্ডের হাতে প্রায় ১৩৯৮ কোটি টাকা আছে, যা এফডিআর, হাতে এবং ব্যাংকে থাকা ক্যাশের সমন্বয়ে।

তিনি বোর্ডের দুই বড় চ্যালেঞ্জও তুলে ধরেন। একটি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন, অন্যটি বিপিএল পরিচালনা।

সভা শেষে মিঠু সাংবাদিক ও সহকর্মীদের ধন্যবাদ জানান এবং নিজ দায়িত্বের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, আমি জানুয়ারি থেকে এই দায়িত্ব সত্যিই উপভোগ করেছি। বোর্ডের কাজের অংশ হয়ে কাজ করা আমার জন্য সম্মানের বিষয় ছিল।

এফবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ