ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে পিস্তল-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, ফেব্রুয়ারি ১৯, ২০২০
গাজীপু‌রে পিস্তল-গুলিসহ যুবক আটক

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপ‌জেলার সিনাবহ বাজার এলাকা থে‌কে এক‌টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম কালিয়াকৈর উপ‌জেলার সিনাবহ পূর্বপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, রফিকুল ইসলামের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় রফিকুল ইসলাম সিনাবহ বাজারের সরকার মার্কেট এলাকায় অবস্থান করছে। এময় সংবাদের ভি‌ত্তি‌তে সেখানে অভিযান চা‌লি‌য়ে তাকে আটক ক‌রে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার বি‌রো‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।