ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে ২ বনদস্যু আটক, ৩ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৯, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সুন্দরবন থেকে ২ বনদস্যু আটক, ৩ জেলে উদ্ধার আটক বনদস্যু ও অপহৃত জেলে

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালি‌য়ে দুই বনদস্যুকে আটক ক‌রে‌ছে কোস্টগার্ড। এসময় অপহৃত তিন জেলে ও তিন‌টি বন্দুকসহ বেশ কিছু গু‌লি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সে‌প্টেম্বর) রাত ১০টায় কোস্টগা‌র্ডের শ্যামনগ‌র কৈখালী স্টেশন অফিসার আমির হো‌সেন বাংলা‌নিউজ‌কে এ তথ্য জানান।

‌তি‌নি ব‌লেন, বৃহস্প‌তিবার (২৬ সে‌প্টেম্বর) রাত সা‌ড়ে ১১টার দি‌কে রায়মঙ্গল নদীর আমড়াতলি খাল নামক স্থানে পরিত্যক্ত ফরেস্ট অফিসের পাশে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলেদের নৌকায় ওৎপেতে বসে থাকে।

এসময় বনদস্যু জনাব বাহিনী থেকে নতুন নাম ধারণ করা 'সেলিম বাহিনী'র ছয় সদস্য এসে জেলেদের জিম্মি করতে গেলে কোস্টগার্ড ও বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। টানা দুই ঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পালাতে থাকে।
 
‘এসময় দুই বনদস্যুকে আটক ও অপহৃত ৩ জেলেকেসহ ডাবল ব্যারেল দুটি বন্দুক ও একটি থ্রি নট থ্রি রাইফেলসহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। ’

‌তি‌নি ব‌লেন, আমরা টানা বৃষ্টির মধ্যে দিয়ে মাত্র লোকালয়ে এসেছি। সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আরও বিস্তা‌রিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।