ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

ফুটবল

কিংসের লক্ষ্য এবার সব টুর্নামেন্ট জেতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
কিংসের লক্ষ্য এবার সব টুর্নামেন্ট জেতা ফাইল ফটো

২০ নভেম্বর দলবদলের নিবন্ধন করার শেষ সময়। তার আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে দলবদলের কার্যক্রম শেষ করে নিয়েছে বসুন্ধরা কিংস। জাঁকজমকভাবেই দলবদলে যোগ দেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবার লক্ষ্য সম্ভাব্য সব টুর্নামেন্টই জেতা, বিশেষ করে এএফসি কাপে ভালো করা। 

এবার জাতীয় দলের একঝাঁক তারকা নিয়ে দল সাজিয়েছে বসুন্ধরা কিংস। সবমিলিয়ে তারকাদের হাট বসেছে কিংস শিবিরে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঘরোয়া ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংস ২০১৯-২০ মৌসুমের প্লেয়ার রেজিস্ট্রেশন ফরম জমা দিতে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে ভবনে। ঘুমন্ত বাফুফে আবার জেগে উঠে কিংসের হাত ধরে।

রক্ষণে শক্তি বাড়াতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তারিক কাজীকে দলে ভিড়িয়েছে ঘরোয়া ফুটবলের জায়ান্ট ক্লাবটি। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলই গড়েছে কিংসরা।  

আসন্ন মৌসুমে প্রত্যেকটা টুর্নামেন্ট জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বসুন্ধরা কিংস এমনটি জানালেন দলের কোচ অস্কার ব্রুজন। তিনি জানান, ‘এই মৌসুমে আমরা আরও ভালো করব। আগের থেকে আমরা এখন ভালো দল। আমাদের ভালো ভালো বিদেশি ফুটবলার আছে। যেসব জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টই জিততে চাই। ’

এদিকে, ক্লাবের সভাপতির চোখটা আন্তর্জাতিক ফুটবলের দিকেই। গত মৌসুমে ফেডারেশন কাপ হেরে যাওয়ায় এএফসির টিকিট পাওয়া হয়নি। এবার লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপে প্রথমবার খেলবে কিংসরা। তাই নজরটা বিশেষ করে এএফসির প্রতি জানালেন দলের সভাপতি ইমরুল হাসান, ‘এএফসি কাপ খেলব। বাংলাদেশের সম্মান যাতে সমুন্নত থাকে সেই চেষ্টা করব। ডিফেন্সে গতবার এটু সমস্যা ছিল। এবার সেই সমস্যা থাকবে না। ’
   
দলবদলে এবার যোগ্যতার বিচারে উচ্চমূল্যে খেলোয়াড়দের নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে কিংস সভাপতি জানান, ‘যার প্রাপ্য যতটুকু তাকে তাই দিচ্ছি। যতটুকু পারিশ্রমিক দেয়ার দরকার সেটাই দেওয়া হয়। ’

এবারও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের নাম প্রকাশ করলেন কিংস সভাপতি। তিনি জানান, গেলবারের মতো কিংসে এবারও ইমন বাবু সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

গত মৌসুমের ১৪ জন ফুটবলারকে রেখে দিয়েছে দলটি। আগামী মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতাবেন যারা:

গোলরক্ষক: মিতুল হাসান, আনিসুর রহমান জিকো, হামিদুর রহমান রিমন, মাকসুদুর রহমান

ডিফেন্স: সুশান্ত ত্রিপুরা, নুরুল ফয়সাল, ইয়াসিন খান, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, জাহাঙ্গীর আলম সজীব, মনির হোসেন, নিকোলাস ডেলমন্তে, কাজী তারিক রায়হান, হাকিম বিশ্বাস, আখতাম নাজারোভ

মিডফিল্ড: ফাহিম মোরশেদ, ফোয়োয়েজ আহামেদ, বখতিয়ার দুইসোবেকোভ, মোহাম্মদ ইব্রাহিম, শেখ আলমগীর কবির রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মতিন মিয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ

ফরোয়ার্ড: তৌহিদুল আলম সবুজ, রাসেল আহমেদ, মাহবুবুর রহমান, ড্যানিয়েল কলিনদ্রেস, রিমন হোসেইন

আরও পড়ুন: আসন্ন মৌসুমে বসুন্ধরা কিংসের সৈনিক যারা

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।