বাংলাদেশ স্কুল হ্যান্ডবলের জনপ্রিয় আসর আবারও পর্দা উঠতে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব।
এবারের আসরে বালক ও বালিকা দুই বিভাগে মোট ২৫টি স্কুল অংশ নেবে। বালক বিভাগে চার গ্রুপে ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ক গ্রুপে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। খ গ্রুপে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা।
গ গ্রুপে বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। আর ঘ গ্রুপে রয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
বালিকা বিভাগেও থাকছে সমান প্রতিদ্বন্দ্বিতা। ক গ্রুপে খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী ও মালিবাগ শাখা। খ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা।
আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেট পর্বের ফাইনাল ম্যাচ।
এআর/আরইউ