অবশেষে ইতিহাস গড়লেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ২৩ রান করে আউট হওয়ার আগে তিনি টপকে গেছেন সাকিব আল হাসানকে।
এই ম্যাচের আগে লিটনের সংগ্রহ ছিল ২৫৩৩ রান। সাকিব ছিলেন ২৫৫১ রানে। মাত্র ১৯ রান প্রয়োজন ছিল তাকে ছাড়িয়ে যেতে। ইনিংসে ২৩ রান যোগ করতেই তার মোট সংগ্রহ দাঁড়াল ২৫৫৬ রানে। ফলে ৫ রান বেশি নিয়ে এখন লিটনই শীর্ষে।
আরও গুরুত্বপূর্ণ হলো, সাকিবের চেয়ে ১৬ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন তিনি। গড় (২৩.৯০+) ও স্ট্রাইক রেট (১২৬) দুটিতেই এগিয়ে লিটন। চলতি বছরও তার ব্যাট ছিল সবচেয়ে ধারালো। ১৮ ইনিংসে করেছেন ৫০০’র বেশি রান, পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ।
মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষেই দুর্দান্ত ব্যাটিং করে ছন্দে ফিরেছিলেন লিটন। এবারও সেই প্রতিপক্ষের বিপক্ষেই তিনি লিখলেন নতুন ইতিহাস।
এফবি