ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

১২ দেশের টেনিস তারকাদের নিয়ে শুরু জুনিয়র ওয়ার্ল্ড ট্যুর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ৮, ২০২৫
১২ দেশের টেনিস তারকাদের নিয়ে শুরু জুনিয়র ওয়ার্ল্ড ট্যুর

আগামী শনিবার (১২ অক্টোবর) থেকে রাজধানীর রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা। ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকায় অংশ নিচ্ছে ১২টি দেশের ৭৫ জন তরুণ খেলোয়াড়।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

প্রতিযোগিতার বাছাইপর্বের সাইন-ইন হবে ১০ অক্টোবর। বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ অক্টোবর, আর মূল পর্ব শুরু হবে ১৩ অক্টোবর থেকে।

বালক বিভাগে বাছাইপর্বে অংশ নেবেন ২৫ জন খেলোয়াড়, যেখান থেকে ১০ জন উঠবেন মূল পর্বে। মূল ড্রয়ে মোট ২২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বালিকা বিভাগে মূল ড্রয়ে সরাসরি অংশ নিচ্ছেন ২৭ জন খেলোয়াড়।

আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, ‘এই টুর্নামেন্ট বাংলাদেশে টেনিসের নতুন জাগরণ ঘটাবে। দেশের তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রতিযোগীদের সঙ্গে খেলার এবং শেখার এক দুর্লভ সুযোগ এটি। ’

প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশেরই আইটিএফ হোয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারি মাসফিয়া আফরিন।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।