ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

খেলা

জাতীয় দাবায় শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন নিয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, অক্টোবর ১, ২০২৫
জাতীয় দাবায় শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন নিয়াজ নিয়াজ মোরশেদ/সংগৃহীত ছবি

বাংলাদেশের দাবার জীবন্ত কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দেখিয়ে দিলেন অভিজ্ঞতার সামনে বয়স সত্যিই কেবল একটি সংখ্যা। ৫৯ বছর বয়সেও তিনি অপরাজিত থেকে জিতে নিলেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা।

৪৯তম জাতীয় দাবায় শেষ রাউন্ডে নিয়াজ পরাজিত করেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে। একই রাউন্ডে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে যান সাকের উল্লাহর কাছে। ফলে ১৩ রাউন্ড শেষে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন, আর সাড়ে নয় পয়েন্ট নিয়ে রানার-আপ হন ফাহাদ।

এই আসরের বড় আকর্ষণ ছিল ‘গুরু বনাম শিষ্য’ দ্বৈরথ। কারণ ফাহাদ আসলে নিয়াজ মোরশেদেরই শিষ্য। টুর্নামেন্ট শেষে নিয়াজ বলেন, ‘এই বছর আমার পারফরম্যান্স ভালোই হয়েছে। ৮টা ম্যাচ জিতেছি, ৫টা ড্র করেছি। ’

২০১৯ সালের পর এটা নিয়াজের সপ্তম জাতীয় শিরোপা। ১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্চশিক্ষার জন্য দাবা থেকে বিরত ছিলেন তিনি। পরে ২০১২ সালে আবার ফেরেন এবং জাতীয় দাবায় আধিপত্য পুনরুদ্ধার করেন।

উল্লেখ্য, এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে একমাত্র গ্র্যান্ডমাস্টার ছিলেন নিয়াজ মোরশেদ। ব্যক্তিগত ও পেশাগত কারণে অন্য শীর্ষ দাবাড়ুরা অংশ নেননি।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।