গাজার যুদ্ধবিরোধী বিক্ষোভের শঙ্কায় ইতালির মর্যাদাপূর্ণ সাইক্লিং রেস জিরো দেল্ল’এমিলিয়া থেকে বাদ পড়েছে ইসরায়েল–প্রিমিয়ার টেক দল। শনিবার আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে ‘ভুয়েলতা আ এস্পানিয়া’ সাইক্লিং রেসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের কারণে ব্যাপক বিক্ষোভ হয়। ইসরায়েল প্রিমিয়ার টেকের অংশগ্রহণ ঠেকাতে সড়ক অবরোধ করলে বাতিল করতে হয় রেসের শেষ ধাপ। এর পর থেকেই ইউরোপজুড়ে ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়েছে।
জিরো দেল্ল’এমিলিয়ার আয়োজক আদ্রিয়ানো আমিচি বলেন, ‘দুঃখজনকভাবে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এবং চূড়ান্ত সার্কিটের বৈশিষ্ট্য বিবেচনায়, খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে এই বছর ইসরায়েলি দলকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হয়েছে। ’
তিনি আরও যোগ করেন, ‘জননিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্তটি নিতে হয়েছে। রেসের শেষ সার্কিট পাঁচবার ঘুরে হবে, তাই বিঘ্ন ঘটার আশঙ্কা অনেক বেশি। ’
ইতালির মিলানে গত সোমবার ফিলিস্তিনপন্থী দেশব্যাপী ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বামঘেঁষা রাজনীতির দীর্ঘ ইতিহাস থাকা বোলোনিয়ার স্থানীয় প্রশাসনও ইসরায়েলি দলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল। তারা বলেছে, গাজায় সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের ‘গুরুতর অপরাধ’ উপেক্ষা করা যায় না।
বোলোনিয়া শহরের ক্রীড়া কাউন্সিলর রোবের্তা লি কালজি বলেন, ‘গাজায় যা ঘটছে, তার প্রেক্ষাপটে এই (ইসরায়েলি) সরকারের সঙ্গে যুক্ত একটি দলের উপস্থিতিকে তুচ্ছ হিসেবে দেখানো ভণ্ডামি হতো। ’
ইসরায়েল-প্রিমিয়ার টেক দলের মালিক ইসরায়েলি-কানাডীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী সিলভান অ্যাডামস, যিনি বিশ্ব ইহুদি কংগ্রেসের ইসরায়েল শাখার সভাপতি। সংগঠনটি তাকে ‘ইসরায়েলের বৈশ্বিক ভাবমূর্তি উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছে।
গাজার গণহত্যায় আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে ইসরায়েলের ওপর। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শিগগিরই ভোটে ইসরায়েলের জাতীয় দলকে স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, ২০২৬ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ থেকেও ইসরায়েলকে বাদ দেওয়ার দাবিতে সদস্য রাষ্ট্রগুলো ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এমএইচএম