ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জাতীয় নারী রাগবি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
জাতীয় নারী রাগবি শুরু

১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় নারী রাগবি প্রতিযোগিতা। যেখানে অংশ নিচ্ছে ১৫টি জেলা ও একটি সার্ভিসেস দল।

প্রথম দিনে দুটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। যেখানে দুটোতেই জয় পেয়েছে ঢাকা, বাংলাদেশ আনসার ও ঠাকুরগাঁও। এছাড়া একটি করে জয় পেয়েছে বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, মাগুরা, চট্টগ্রাম, হবিগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা।

আজ (২৫ মে) বৃহস্পতিবার পলটনের আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন  করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) এসএম শাহ হাবিবুর রহমান হাকিম। এ সময় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক (ঢাকা) ও টুর্নামেন্ট কমিটির সভাপতি সৈয়দা তাসলিমা আক্তার ও ফেডারেশনের সাধারন সম্পাদক মৌসুম আলী উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।