ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, সেপ্টেম্বর ২৬, ২০২৫
বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায়  সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশার চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।  

আহতরা হলেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। দুর্গাপূজার ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি নারচী গ্রামে যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় এসে অটোরিকশায় নারচীর উদ্দেশে রওনা হন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। এসময় আহত হন একই পরিবারের চারজন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। গুরুতর অবস্থায় মমতা রানী ও তার মেয়ে রূপা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত তিনজনের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।