ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

আন্তর্জাতিক আইকন অ্যাওয়ার্ড পেলেন হুইলচেয়ার ক্রিকেট অধিনায়ক রিপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, সেপ্টেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক আইকন অ্যাওয়ার্ড পেলেন হুইলচেয়ার ক্রিকেট অধিনায়ক রিপন

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক মো. রিপন উদ্দিন নেপালে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইকন অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন। হুইলচেয়ার ক্রিকেটে তার অসাধারণ অবদান এবং খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়া নেতা ও রোল মডেল হিসেবে রিপন উদ্দিন শুধু বাংলাদেশকেই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেননি, বরং অসংখ্য প্রতিবন্ধী তরুণ-তরুণীকে সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে স্বপ্নপূরণের অনুপ্রেরণা জুগিয়েছেন। তার জীবনগাথা দৃঢ়তা, নেতৃত্ব ও ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য উদাহরণ।

এই আন্তর্জাতিক স্বীকৃতির আগে তিনি স্টার বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেন, যা দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপন উদ্দিনের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ