ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের আহ্বান স্পেনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের আহ্বান স্পেনের

গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেচ। সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজ দলের এক সভায় তিনি বলেন, রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধেও তেমন ব্যবস্থা নেওয়া উচিত।

সানচেজ বলেন, ‘ক্রীড়া সংগঠনগুলোর ভাবা উচিত, এই পরিস্থিতিতে ইসরায়েলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া কতটা নৈতিক। ইউক্রেনে হামলার পর রাশিয়াকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, গাজায় হামলার পর ইসরায়েলকে কেন নয়? বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইসরায়েল কেউই আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা উচিত নয়। ’

তার এই মন্তব্য আসে এমন একদিন পর, যখন মাদ্রিদে ভুয়েল্তা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ পর্বে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা ইসরায়েলের দল ইসরায়েল-প্রিমিয়ার টেকের অংশগ্রহণের প্রতিবাদে ট্র্যাকে ব্যারিকেড ফেলে বিক্ষোভ দেখায়। এসময় পুলিশ-প্রদর্শনকারীদের সংঘর্ষে আহত হন ২২ জন, গ্রেপ্তার হন দুজন।

এর আগে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছিলেন, ইসরায়েলি দলগুলোকে একইভাবে নিষিদ্ধ করা উচিত যেভাবে ২০২২ সালে রাশিয়াকে করা হয়েছিল। তার মতে, এখানে ‘দ্বৈত মানদণ্ড’ চলছে।

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর সানচেসকে ‘ইহুদিবিদ্বেষী ও মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেন। যদিও সমালোচকদের মতে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নীতির সমালোচনা ঠেকাতে দীর্ঘদিন ধরেই ‘ইহুদিবিদ্বেষ’ শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেলআবিব।

উল্লেখ্য, গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আন্তর্জাতিক অপরাধ আদালতকেও (আইসিসি) ‘ইহুদিবিদ্বেষী’ বলে দাবি করেছিলেন নেতানিয়াহু।

সাম্প্রতিক সময়ে মাদ্রিদ ও তেলআবিবের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। বিশেষ করে স্পেনের বামঘেঁষা জোট সরকার প্রকাশ্যে প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোয় এই সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।