এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান অর্জন করেও বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এবার সেই সুযোগ পেতে হলে মোকাবিলা করতে হবে পাকিস্তানকে।
বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) ইতোমধ্যে সিরিজটি ঢাকায় আয়োজনের উদ্যোগ নিয়েছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বাহফের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, “আমরা চেষ্টা করছি ঢাকাতেই সিরিজ আয়োজন করার। প্রাথমিকভাবে সে অনুযায়ী প্রস্তুতি চলছে। আশা করছি সোমবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানাতে পারব। ”
র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় পাকিস্তান অনেকটাই এগিয়ে। ফলে তাদের হারানো বাংলাদেশের জন্য নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশ দলের জন্য বড় এক সুযোগও বটে।
ভারতের রাজগিরে অনুষ্ঠিত সাম্প্রতিক এশিয়া কাপে অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে কোনো দল সরে দাঁড়ালে এবং তাদের র্যাঙ্কিং ষষ্ঠ হওয়া দলের চেয়ে ভালো হলে প্লে-অফ খেলতে হয় সেই দুই দলকে। এই নিয়মেই বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নিতে হলে তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ই একমাত্র পথ রোমান - শিতুলদের সামনে।
এআর